Pages

Saturday 22 December 2012

Windows Key Usefulness

Exclusive Windows Button Shortcut Tips:

| Last 2 is for windows 7 & 8 user |

1. Windows logo key +E => Open Computer.

2. Windows logo key + M => Minimize all windows.

3. Windows logo key +R => Open the Run dialog box.

4. Windows logo key +Tab => Cycle through programs on the taskbar by using Aero Flip 3-D.

5. Ctrl + Windowsws logo key +Tab => Use the arrow keys to cycle through programs on the taskbar by using Aero Flip 3-D.

 Photo: *Exclusive Windows Button Shortcut Tips*

| Last 2 is for windows 7 user |

1. Windows logo key  +E    => Open Computer.

2. Windows logo key + M   => Minimize all windows.

3. Windows logo key  +R    => Open the Run dialog box.

4. Windows logo key  +Tab => Cycle through programs on the taskbar by using Aero Flip 3-D.

5. Ctrl + Windowsws logo key  +Tab => Use the arrow keys to cycle through programs on the taskbar by using Aero Flip 3-D.

Functional Key Details

Function Key Details


কম্পিউটার কি বোর্ড এর একদম উপরের দিকে তাকালে ১ ডজন বাটন দেখা যাবে । F1, F2, F3, F4….. । এগুলো ফাংশন কি নামে পরিচিত । এসব বাটনের প্রত্যেকটির রয়েছে বিশেষ বিশেষ গুরুত্ব । আমাদের এগুলো জানা দরকার । নিচে এগুলোর বর্ণনা দেয়া হল -...
 

Photo: >>>>      Function Key  Details <<<<

কম্পিউটার কি বোর্ড এর একদম উপরের দিকে তাকালে ১ ডজন বাটন দেখা যাবে । F1, F2, F3, F4….. । এগুলো ফাংশন কি নামে পরিচিত । এসব বাটনের প্রত্যেকটির রয়েছে বিশেষ বিশেষ গুরুত্ব । আমাদের এগুলো জানা দরকার । নিচে এগুলোর বর্ণনা দেয়া হল -...
১। F1 : সাহায্যকারী কি হিসেবেই ব্যবহৃত হয় । যখন F1 কি চাপা হয় তখন প্রত্যেক প্রোগ্রামেরই হেল্প পেইজ চলে আসে ।
২। F2 : সাধারণত কোনো ফাইল বা ফোল্ডার Rename করার জন্য ব্যবহার হয় । “Alt + Ctrl + F2″ চাপ দিলে ডকুমেন্ট মাইক্রোসফট ওয়ার্ডে ওপেন হয় ।
৩। F3 : এটি চাপলে মাইক্রোসফট উইন্ডোজসহ অনেক প্রোগ্রামের সার্চ অপশন চালু হয়। উইন্ডোজ কমান্ডে এটি চাপ দিলে পূর্বের কমান্ডটির পুনরাবৃত্তি ঘটে ।
৪। F4 : এটি চাপলে মাইক্রোসফট ওয়ার্ডের last action performed Repeat করা যায় । Alt+F4 চেপে সক্রিয় সব প্রোগ্রাম বন্ধ করা হয়। এছাড়া Alt+F4 চেপে পিসি বন্ধ করার অপশন আনা যায় ।
৫। F5 : আপনার পিসি একবার রিফ্রেশ করে F5 কি চেপে রাখলে পিসি বারবার রিফ্রেশ হতে থাকবে । পাওয়ার পয়েন্টের স্লাইড শো আরম্ভ করা হয়।
৬। F6 : এটি চেপে মাউসের কার্সরকে ইন্টারনেট ব্রাউজারের (এক্সপ্লোরার / মজিলা) অ্যাড্রেসবারে নিয়ে যাওয়া হয়। Ctrl+Shift+F6 চেপে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে খোলা অন্য ডকুমেন্টটি সক্রিয় করা হয়।
৭। F7 : এটি চেপে মাইক্রোসফট ওয়ার্ডে লেখা বানান ও গ্রামার ঠিক করা হয় । মজিলা ফায়ারফক্সের Caret browsing চালু করা হয়।
৮। F8 : কি টি অপারেটিং সিস্টেম চালু হওয়ার সময় কাজে লাগে। সাধারণত উইন্ডোজ Safe Mode-এ চালু করার জন্য এই কি টি চাপতে হয়।
৯। F9 : কি টি চেপে Quark 5.0 এর মেজারমেন্ট টুলবার ওপেন করা হয়।
১০। F10 : কি টি চেপে ইন্টারনেট ব্রাউজার বা কোনো খোলা উইন্ডোর মেনুবার নির্বাচন করা হয়। এটি চেপে CMOS Setup এ প্রবেশ করা যায় ।
১১। F11 : কি টি চেপে ইন্টারনেট ব্রাউজারের ফুল-স্ক্রিন মোড অন-অফ করা হয়। Ctrl + F11 দিলে Dell কম্পিউটারের “hidden recovery partition” চালু হয় ।
১২। F12 : কি টি চেপে মাইক্রোসফট ওয়ার্ডের Save as উইন্ডো ওপেন করা হয়। “Ctrl + Shift + F12″ চাপলে মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্ট প্রিন্ট হয় ।

*************************************


১। F1 : সাহায্যকারী কি হিসেবেই ব্যবহৃত হয় । যখন F1 কি চাপা হয় তখন প্রত্যেক প্রোগ্রামেরই হেল্প পেইজ চলে আসে ।
 

২। F2 : সাধারণত কোনো ফাইল বা ফোল্ডার Rename করার জন্য ব্যবহার হয় । “Alt + Ctrl + F2″ চাপ দিলে ডকুমেন্ট মাইক্রোসফট ওয়ার্ডে ওপেন হয় ।
 

৩। F3 : এটি চাপলে মাইক্রোসফট উইন্ডোজসহ অনেক প্রোগ্রামের সার্চ অপশন চালু হয়। উইন্ডোজ কমান্ডে এটি চাপ দিলে পূর্বের কমান্ডটির পুনরাবৃত্তি ঘটে ।
 

৪। F4 : এটি চাপলে মাইক্রোসফট ওয়ার্ডের last action performed Repeat করা যায় । Alt+F4 চেপে সক্রিয় সব প্রোগ্রাম বন্ধ করা হয়। এছাড়া Alt+F4 চেপে পিসি বন্ধ করার অপশন আনা যায় ।
 

৫। F5 : আপনার পিসি একবার রিফ্রেশ করে F5 কি চেপে রাখলে পিসি বারবার রিফ্রেশ হতে থাকবে । পাওয়ার পয়েন্টের স্লাইড শো আরম্ভ করা হয়।
 

৬। F6 : এটি চেপে মাউসের কার্সরকে ইন্টারনেট ব্রাউজারের (এক্সপ্লোরার / মজিলা) অ্যাড্রেসবারে নিয়ে যাওয়া হয়। Ctrl+Shift+F6 চেপে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে খোলা অন্য ডকুমেন্টটি সক্রিয় করা হয়।
 

৭। F7 : এটি চেপে মাইক্রোসফট ওয়ার্ডে লেখা বানান ও গ্রামার ঠিক করা হয় । মজিলা ফায়ারফক্সের Caret browsing চালু করা হয়।
 

৮। F8 : কি টি অপারেটিং সিস্টেম চালু হওয়ার সময় কাজে লাগে। সাধারণত উইন্ডোজ Safe Mode-এ চালু করার জন্য এই কি টি চাপতে হয়।
 

৯। F9 : কি টি চেপে Quark 5.0 এর মেজারমেন্ট টুলবার ওপেন করা হয়।
 

১০। F10 : কি টি চেপে ইন্টারনেট ব্রাউজার বা কোনো খোলা উইন্ডোর মেনুবার নির্বাচন করা হয়। এটি চেপে CMOS Setup এ প্রবেশ করা যায় ।
 

১১। F11 : কি টি চেপে ইন্টারনেট ব্রাউজারের ফুল-স্ক্রিন মোড অন-অফ করা হয়। Ctrl + F11 দিলে Dell কম্পিউটারের “hidden recovery partition” চালু হয় ।
 

১২। F12 : কি টি চেপে মাইক্রোসফট ওয়ার্ডের Save as উইন্ডো ওপেন করা হয়। “Ctrl + Shift + F12″ চাপলে মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্ট প্রিন্ট হয় ।

Get Your PC Speed Like First Time

↓নতুন কম্পিউটারের মত স্পিড ↓

→ প্রথমে কম্পিউটারের ডেস্কটপে মাই কম্পিউটারে মাউসের ডান পাশে ক্লিক করে Manage ক্লিক করুন।
→ মাঝ খানে System Tools ক্লিক করুন। তারপর বক্সে Event Viewer a ক্লিক করুন।
→ নতুন একটি বক্স আসবে এই বক্সের নিচে Application নামে একটা লগ আসবে তাতে ক্লিক করুন। এবং ▬এই বক্সের ডান পাশে Clear Log এ ক্লিক করে Clear করুন, তাহলে এটা মুছে যাবে।
→ এই ভাবে ↓
Security-এসে clear log
Setup-এসে clear log
System -এসে clear log

প্রতিদিন ১ বার করেন।

Screen Recorder

আপনার কম্পিউটারের স্ক্রিনের ভিডিও এবং অডিও সহ রেকর্ড করুন↓

My Screen Recorder দিয়ে!!
আপনি আপনার স্ক্রিন এর ভিডিও রেকর্ড করতে পারবেন শুধু তাই না আপনি মাইক্রোফোন দিয়ে কথা বলে আপনার কথা সহ ভিডিও রেকর্ড করতে পারবেন মানে অডিও + ভিডিও একসাথে
রতে পারবেন!!
►Download Link:↓
http://www.mediafire.com/download.php?pd122kclftqsaja

→ সাহ্যকারী ভিডিও দেখে নেন।
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=WNDN21-WPOQ

[ডাওনলোড লিঙ্ক দেয়ার আগে কিভাবে ফুল ভারসন করবেন তার সহজ উপায় বলে দেই ! ডাওনলোড করার পর .rar Format এ পাবেন সফট!! WinRar দিয়া এক্সট্রাক্ট করলে ভিতরে ২ টা ফোল্ডার পাবেন সেটাপ এবং ক্রেক ফোল্ডার !! ইন্সটলের পর ক্রেক ফাইলটা কপি করে C<program files<Deskshare<my screen recorder<এখানে পেস্ট করেন !! বাস হয়ে গেল ফুল ভারসন !!]

Keep Your PC Free From Virus

কম্পিউটার ভাইরাস মুক্ত রাখার কিছু উপায়:

নিচের দেওয়া টিপস্ গুলো ফলো করার চেষ্টা করবেন বন্ধুরা তা না হলে একদিন আপনার অতি-প্রয়োজনীয় ফাইল, প্রিয় ছবিগুলো, গান গুলো অবস্থা নিচের ছবিটির মতো হবেঃ-

১. কম্পিউটারে একটি ভালো মানের এন্টিভাইরাস ইন্সটল করে রাখুন এবং ইন্টারনেট থেকে আপডেট করুন এবং স্ক্যন করুন।
 

২. পেন ড্রাইভ, মোবাইল এবং ডিজিটাল ক্যামেরার মেমরি কার্ড কম্পিউটারে ভাইরাস আসার একটি ভালো মাধ্যম। তাই পেন ড্রাইভ ব্যবহারের পূর্বে অবশ্যই এন্টিভাইরাস দিয়ে স্কান করুন।
 

৩. কখনো পেন ড্রাইভ ডাবল ক্লিক করে ওপেন করবেন না। My Computer-এ গিয়ে অ্যাড্রেস বার (Address Bar) থেকে খুলবেন
 

৪. পেন ড্রাইভ-এ কি কি ফাইল রাখছেন- মনে রাখার চেষ্টা করুন। আপনার রাখা ফাইল ছাড়া অন্য ফাইল থাকলে সেটি ভাইরাস হবার সম্ভাবনা থাকে, সেকারনে অন্য ফাইলগুলি সবসময় মুছে ফেলুন।
 

৫. কম্পিউটার ভাইরাস মুক্ত রাখতে ভাইরাস সম্পর্কে আরও জানুন এবং ভাইরাসকে চেনার চেষ্টা করুন্।
 

৬. আপনার কম্পিউটারে ইন্টানেট কানেকশন না থাকলে প্রতি সপ্তাহে একবার এন্টিভাইরাস আপডেট ক্রয় করে আপনার কম্পিউটারে ইন্সটল করুন।
 

৭. কম্পিউটারের যে ফাইলটি আপনি চেনেন না কিংবা ফাইলটি কি তা যদি না বুঝতে পারেন, তাহলে কখনো ফাইলটিতে ক্লিক করবেন না।
 

৮. অপরিচিত কারো ইমেইল খুলবেন না। বর্তমানে সবচেয়ে শক্তিশালী ভাইরাসগুলি ইমেইলের মাধ্যমে কম্পিউটারে ছড়িয়ে পড়ছে।
 

৯. ইন্টারনেট থেকে কোন প্রোগ্রাম/ফাইল/ভিডিও ডাউনলোড করলে, আগে নিশ্চিত হন যে ভাইরাস নয়। তারপর ইন্সটল করুন।
 

১০. কম্পিউটারে ব্যবহৃত সকল প্রোগ্রাম/ফাইল/ভিডিও এর এক্সটেনশন (.doc, .docx, .mp3, .amr, .avi, .mp4, .3gp etc.) সম্পর্কে ভালো ধারণা রাখুন। অপরিচিত কোন এক্সটেনশন এ ক্লিক করবেনা।

Off unexpectable restart PC

পিসি অকারণে রিস্টার্ট হওয়া বন্ধ করুন :

নানা কারণে পিসি পুনরায় চালু (রিস্টার্ট) হতে পারে। এর মধ্যে যেসব কারণ রয়েছে, সেগুলো ঠিক করার মাধ্যমে এ সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

অপারেটিং সিস্টেমের জটিলতা: অনেক সময় অপারেটিং সিস্টেমে জটিলতা দেখা দিলে বা অপারেটিং সিস্টেম ক্র্যাশ করলে পিসি রিস্টার্ট হয়। উইন্ডোজের ডিফল্ট সিস্টেমে অপারেটিং সিস্টেমে কোনো সমস্যা হলে পিসি রিস্টার্ট নেয়। ডিফল্ট সিস্টেম বন্ধ করতে মাই কম্পিউটারে ডান ক্লিক করে properties থেকে Advanced tab/Startup and Recovery/Settings অপশনে যান। এখন System Failure অপশনের অন্তর্গত Automatically Restart অপশন থেকে টিক চিহ্ন উঠিয়ে OK করুন।
 

ভাইরাসের আক্রমণ : বিভিন্ন ধরনের ভাইরাসের কারণেও পিসি রিস্টার্ট নিতে পারে। এ জন্য পিসিতে সব সময় হালনাগাদ (আপডেট) অ্যান্টিভাইরাস ব্যবহার করুন। নিয়মিত রুটিন করে পিসি স্ক্যান করুন।
 

হার্ডওয়্যারের সমস্যা : নতুন কোনো হার্ডওয়্যার সংযুক্ত করলে এবং সেটি পিসির সঙ্গে অসামঞ্জস্য হলে এ সমস্যা দেখা দিতে পারে। পুরোনো হার্ডওয়্যারের সংযোগে ত্রুটি দেখা দিলে পিসি অহেতুক রিস্টার্ট নিতে পারে। এ জন্য হার্ডওয়্যারের সংযোগস্থল চেক করে দেখুন, ঠিক আছে কি না।
 

নতুন প্রোগ্রাম ইনস্টলের কারণে : অনেক সময় কিছু সফটওয়্যার, গেমস ইনস্টল করার কারণে পিসি রিস্টার্ট নেয়। আপনার পিসির কনফিগারেশনের সঙ্গে যদি কাঙ্ক্ষিত সফটওয়্যার, গেমস সামঞ্জস্যপূর্ণ না হয়, তাহলে এ সমস্যা দেখা দিতে পারে। তাই বুঝেশুনে প্রোগ্রাম ইনস্টল করুন।
 

হার্ডডিস্কের ত্রুটি : হার্ডডিস্কে ত্রুটিপূর্ণ সমস্যা দেখা দিলে পিসি রিস্টার্ট নিতে পারে। ত্রুটির কারণে হার্ডডিস্ক ডেটা রিড করতে পারে না। এর ফলে পিসি হ্যাং অথবা রিস্টার্ট হতে পারে। এ জন্য হার্ডডিস্ক স্ক্যান করে ত্রুটিপূর্ণ স্থান (ব্যাড সেক্টর) চিহ্নিত করতে পারেন।

Safe your eyes from Computer Radiation

▬ চোখকে রক্ষা করার কিছু উপায় ▬

কাজের খাতিরে প্রতিদিনই লম্বা সময় কম্পিউটার মনিটরের সামনে কাটিয়ে দেয়া খুবই সাধারণ একটা ব্যাপার। অনেকের একনাগাড়ে ১০ ঘণ্টারও বেশি সময় কাটাতে হয় পিসি মনিটরের সামনে। কিন্তু দীর্ঘসময় কাজ করার ফলে কম্পিউটার মনিটরের উজ্জ্বল আলো থেকে ক্ষতিগ্রস্ত হয় চোখ। এ সমস্যার সমাধানে কিছুটা হলেও সাহায্য করবে এ আটটি উপায়-






 


১. কমিয়ে দিন মনিটরের উজ্জ্বলতা
চোখের ওপর মনিটরের উজ্জ্বল আলোর চাপ কমাতে কমিয়ে দিন আপনার মনিটরটির ব্রাইটনেস বা উজ্জ্বলতা। বাজারের সবগুলো মনিটরের সঙ্গেই পাওয়া যায় ইউজার গাইড। ওই ইউজার গাইডটি ব্যবহার করেই পছন্দ মতো কমিয়ে-বাড়িয়ে নিতে পারবেন মনিটরের ব্রাইটনেস, কনট্রাস্ট এবং রং। গাইডটি যদি হারিয়ে ফেলেন, তবে দুশ্চিন্তার কিছু নেই, কিছুটা সময় গুগলকে দিলেই পেয়ে যাবেন আপনার মনিটরটির ম্যানুফাকচারার ম্যানুয়াল। গুগলে পাওয়া না গেলেও দুঃশ্চিন্তার কিছু নেই, সব কম্পিউটার মনিটরেই থাকে একাধিক বাটন, যেগুলো ম্যানুয়ালি ব্যবহার করে লুকানো মেনু থেকে খুঁজে নিতে হবে প্রয়োজনীয় অপশন।

২. পারলে কিনুন কম্পিউটার রিডার চশমা
সম্ভব হলে কিনে ফেলুন কম্পিউটার রিডার চশমা। এই চশমার বিশেষত্ত্ব হচ্ছে, এতে রয়েছে প্রকেটটিভ কোটিং। আর চশমার লেন্সগুলো মনিটরের উজ্জল সাদা আলো থেকে চোখ রক্ষার জন্যেই বিশেষভাবে তৈরি।

৩. ম্যাগনিফায়ার ব্যবহার করুন
ম্যাগনিফায়ার প্রোগ্রামটি বানিয়েছে মাইক্রোসফট। কিবোর্ড বা মাউস কার্সর মনিটরের যেখানে থাকবে, সে জায়গাটিই বড় করে দেখাবে ম্যাগনিফায়ার। প্রোগ্রামটি ব্যবহার করে, কম্পিউটার মনিটরের ছোট লেখাগুলোর জন্য চোখের ওপর চাপ অনেকটাই কমাতে পারবেন ব্যবহারকারীরা।

মাইক্রোসফট পণ্য ব্যবহার না করলেও সমস্যা নেই। জুম সফটওয়্যার ব্যবহার করে ম্যাগনিফায়ারের মতো একই সুবিধা ভোগ করতে পারবেন ম্যাক ইউজাররা।

৪. বাড়িয়ে নিন ব্রাউজারের ডিসপ্লে সাইজ
প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে নিন ব্রাউজারের ডিসপ্লে সাইজ। কিবোর্ডের কন্ট্রোল বাটনটি চেপে ধরে মাউস স্ক্রল করলেই পরিবর্তন আসবে আপনার ডিসপ্লেতে। কয়েকবার কমান্ড এবং + চেপে ব্রাউজার উইন্ডো বড় করে নিতে পারবেন ম্যাক ইউজাররা।


৫. কমিয়ে নিন স্ক্রিন রেজুলিউশন
কমিয়ে রাখুন ডিসপ্লের স্ক্রিন রেজুলিউশন। কম্পিউটার ডিসপ্লে উইন্ডোতে মাউসের রাইট বাটন ক্লিক করে কমিয়ে নিতে পারেন স্ক্রিন ডিসপ্লে।

ম্যাক ব্যবহারকারীরা এ কাজটি করতে পারবেন স্ক্রিনের অ্যাপল লোগোতে যেয়ে। সেখান থেকে সিস্টেম প্রেফারেন্স এবং তারপর ডিসপ্লে সেটিং-এ যেয়ে।

৬. বাড়িয়ে নিন উইন্ডোজ টেক্সট সাইজ
চোখের ওপর থেকে চাপ কমাতে বাড়িয়ে নিন উইন্ডোজ টেক্সট সাইজ। টেক্সট এবং অন্যান্য আইটেমগুলোর আকার আকৃতি পরিবর্তনের সুবিধা রয়েছে উইন্ডোজ ৭-এ। ডিসপ্লে উইন্ডোতে মাউসের রাইট বাটন ক্লিক করে পার্সোনালাইজ মেনুর ডিসপ্লে অপশনে যেতে হবে। সেখান থেকেই বদলানো যাবে টেক্সটের আকার আকৃতি।










৭. ছুটি দিন আপনার চোখ দু’টিকে
লম্বা সময় ধরে কম্পিউটার স্ক্রিনের দিকে থাকিয়ে থাকা মোটেও স্বাস্থ্যকর নয়। উল্টো বাড়িয়ে দেয় কম্পিউটার ভিশন সিনড্রোমে আক্রান্ত হবার শংকা। তাই কাজের ফাঁকে ছুটি দিন আপনার চোখ দু’টিকে। দূরের কোনো বস্তুর দিকে তাকিয়ে থাকুন ১০ থেকে ২০ সেকেন্ড। তারপর একই সময় ধরে দৃষ্টি সীমাবদ্ধ করুন কাছের কোনো বস্তুতে। টানা কয়েকবার পুনরাবৃত্তি করুন এ কাজের। এতে কিছুটা হলেও ধকল কমবে আপনার চোখের ওপর থেকে।

৮. ঘুরে আসুন বাইরে থেকে
সারাদিন ঘরে বা অফিসে কম্পিউটার মনিটরের দিকে তাকিয়ে থাকলে কেবল চোখেরই ক্ষতি হয় না, ঘুমেও ব্যাঘাত ঘটে। তাই সুযোগ পেলেই বাইরে থেকে ঘুরে আসুন। ভিন্ন ভিন্ন উজ্জ্বলতার আলোর উপস্থিতিতে লম্বা সময় কম্পিউটার স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার ক্লান্তি অনেকটাই কাটিয়ে উঠতে পারবে আপনার চোখ।


Some Windows Tips

কয়েকটি সাধারণ টিপস । জেনে রাখতে পারেন

১. উইন্ডোজের কোন ফাইল বা ফোলডার ভুলে ডিলিট করে ফেলেছেন সাথে সাথে Ctrl+z চাপ দিন চলে অসবে।



২. ইন্টারনেট এক্সপ্লোরার অথবা মজিলা ফায়ারফক্স ব্যবহারকারীদের ওয়েব এড্রেস পুরোটা লিখতে হয়না। যেমনঃ- এড্রেস বারে yahoo লিখে Ctrl+Enter দিন সয়ংক্রিয়ভাবে প্রথমে www. এবং শেষে .com বসে যাবে।

৩. কোন একটা প্রোগ্রাম ক্রেক বা সিরিয়াল সহ ডাউনলোড করতে চাইলে গুগল এ গিয়ে লিখুন “প্রোগ্রামটার নাম warez“। যেমনঃ- winzip warez লিখে সার্চ দিন। এই কাজের জন্য আমি কোন দায়িত্ব নেবনা। নিজ দায়িত্বে করবেন।

৪. উইন্ডোজ ২০০০ এ এডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড জানা থাকলে নেটওয়ার্কের যেকোন কম্পিউটারের হার্ডডিস্ক একসেস করতে পারবেনযেমনঃ- এড্রেস বারে লিখুন
\computernamec
$ এখানে c$ এর জায়গায়
যে ড্রাইভের একসেস দরকার সেই
ড্রাইভ লেটারটা দিবেন।

৫.
উইন্ডোজ কয়েকটি সাধারন এক্সপিতে একসাথে একাধিক টিপস ফাইল রিনেম করা যায়। Ctrl+a দিয়ে সবগুলো ফাইল সিলেক্ট করুন। যেকোন একটা ফাইলের উপর
রাইট মাউস ক্লিক করে রিনেম করুন অন্য ফাইলগুলোও সিরিয়ালী রিনেম হয়ে যাবে।

৬.
অনেক প্রোগ্রাম এডমিনিস্ট্রেটর প্রিভিলেজ ছাড়া সেটাপ হয়না। সেক্ষেত্রে লগঅফ করে এডমিনিস্ট্রেটর হিসেবে লগইন করার দরকার নেই। প্রোগ্রামটার উপর Shift বাটন চেপে ধরে রাইট মাউস বাটন ক্লিক করুন Run as একটা অপশন দেখতে পাবেন। সেখানে ক্লিককরুন এবার এডমিনিস্ট্রেটর নেম ও পাসওয়ার্ড দিলেই প্রোগ্রামাটা রান হয়ে যাবে।

৭.
নেটওয়ার্ক প্রিন্টার ইনস্টল করার সহজ পদ্ধতি হচ্ছে উইন্ডোজের এড্রেসবারে ডাবল শ্লেস দিয়ে যে কম্পিউটারটাতে প্রিন্টার লাগানো আছে তার নাম লিখে এন্টার দিন (যেমনঃ- computername)। শেয়ার করা প্রিন্টারটা দেখাবে। ওটার উপর রাইট মাউস ক্লিক করে connect এ ক্লিক করুন।

windows media player Shortcut

▬ windows media player এর কিছু শর্টকাট▬

উইন্ডোজ মিডিয়া প্লেয়ার এর শর্টকাট গুলি সবাই জানেন তো?? যেকোন মিডিয়া প্লেয়ার এর ই শর্টকাট গুলি জানা থাকলে ব্যবহার করা অত্যন্ত সহজ হয়। যারা জানেন না এখুনি জেনে নিন এখান থেকে-

F8 - ভলিউম mute

F9 - ভলিউম কমান

F10 -ভলিউম বাড়ান

ALT+1 - ৫০ পারসেন্ট জুম

ALT+2 - ১০০ পারসেন্ট জুম

ALT+3 - ২০০ পারসেন্ট জুম

ALT+ENTER - ফুল মোড এ ভিডিও ডিসপ্লে

ALT+F - মিডিয়া প্লেয়ার ফাইল মেনু

ALT+T -মিডিয়া প্লেয়ার টুলস মেনু

ALT+V -মিডিয়া প্লেয়ার ভিউ মেনু

ALT+P -মিডিয়া প্লেয়ার প্লে মেনু

ALT+F4 -ক্লোজ মিডিয়া প্লেয়ার

CTRL+1 - মিডিয়া প্লেয়ার ফুল মোড

CTRL+2 -মিডিয়া প্লেয়ার স্কিন মোড

CTRL+B -আগের আইটেম প্লে

CTRL+F -পরের আইটেম প্লে

CTRL+E - সিডি ড্রাইভ থেকে সিডি ইজেক্ট

CTRL+P -প্লে/পজ আইটেম

CTRL+T -রিপিট আইটেম

CTRL+SHIFT+B - rewind ফাইল

CTRL+SHIFT+F - ফাস্ট ফরওয়ার্ড

CTRL+SHIFT+S -প্লে ধিরে হবে

CTRL+SHIFT+ G -প্লে ফাস্ট হবে

CTRL+SHIFT+ N নরমাল স্পিড এ প্লে হবে

windows media player Shortcut

▬ windows media player এর কিছু শর্টকাট▬

উইন্ডোজ মিডিয়া প্লেয়ার এর শর্টকাট গুলি সবাই জানেন তো?? যেকোন মিডিয়া প্লেয়ার এর ই শর্টকাট গুলি জানা থাকলে ব্যবহার করা অত্যন্ত সহজ হয়। যারা জানেন না এখুনি জেনে নিন এখান থেকে-

F8 - ভলিউম mute

F9 - ভলিউম কমান

F10 -ভলিউম বাড়ান

ALT+1 - ৫০ পারসেন্ট জুম

ALT+2 - ১০০ পারসেন্ট জুম

ALT+3 - ২০০ পারসেন্ট জুম

ALT+ENTER - ফুল মোড এ ভিডিও ডিসপ্লে

ALT+F - মিডিয়া প্লেয়ার ফাইল মেনু

ALT+T -মিডিয়া প্লেয়ার টুলস মেনু

ALT+V -মিডিয়া প্লেয়ার ভিউ মেনু

ALT+P -মিডিয়া প্লেয়ার প্লে মেনু

ALT+F4 -ক্লোজ মিডিয়া প্লেয়ার

CTRL+1 - মিডিয়া প্লেয়ার ফুল মোড

CTRL+2 -মিডিয়া প্লেয়ার স্কিন মোড

CTRL+B -আগের আইটেম প্লে

CTRL+F -পরের আইটেম প্লে

CTRL+E - সিডি ড্রাইভ থেকে সিডি ইজেক্ট

CTRL+P -প্লে/পজ আইটেম

CTRL+T -রিপিট আইটেম

CTRL+SHIFT+B - rewind ফাইল

CTRL+SHIFT+F - ফাস্ট ফরওয়ার্ড

CTRL+SHIFT+S -প্লে ধিরে হবে

CTRL+SHIFT+ G -প্লে ফাস্ট হবে

CTRL+SHIFT+ N নরমাল স্পিড এ প্লে হবে

Google Search Tips

অনেকেই Google এ search করার নিয়ম জানেনা বলে অনেক ভাবে সার্চকরে ও কাংখিত ফলাফল পায়না। আজ আপনাদের বলব কিভাবে google এ সার্চ করলে আপনি আপনার প্রয়োজনীয় ফলাফল পাবেন।

1. আপনি যদি যে কোন কিছু জানতে চানতাহলে লিখুন : i want to know.....
Example: I want to know Bangladesh.
অথবা শুধু নাম লিখলে ও হবে
Example: Bangladesh.

2. নির্দিষ্ট Site থেকে জানতে লিখুন : sitename<space> your subject
Ex: Wikipedia Bangladesh


3. কোনো কিছু Download করতে , ফাইল এর নাম সহ কি ফরমেটে Download করবেন তা লিখুন..
Ex: Angry bird.jar
নির্দিষ্ট site থেকে Download করতে লিখুন..:: site name <space> File name.jar ( filename.format type)
Ex: mobile9.comangr y bird.jar or
Ex: mobile9.comangr y bird.jar for nokia 2700

4. গান অথবা ভিডিও Download করতে নাম লিখে সাথে format ও লিখুন,Artist এর নাম জানা থাকলে তাও লিখুন : songname.format type <space> by <space> artist name
ex: chiti.mp3 by arfin rumy
নির্দিষ্ট site থেকে Download করতে লিখুন :
site name <space> song name with format <space>by<space > artist name

Sunday 26 August 2012

ডেমো কিংবা ট্রায়াল সফটওয়্যারকে সারা জীবন ব্যবহার করতে চান?

কিছু সফটওয়্যার আছে যেগুলো ফ্রি ব্যবহার করতে দেয় আবার কিছু সফটওয়্যার আছে যা ৩০/৯০দিনের জন্য ট্রায়াল হিসেবে দিয়ে থাকে । যখন ৩০/৯০ দিন শেষ হয় তখন সেটি বন্ধ হয়ে হয়ে যায়। সেটি বন্ধ হলে একটা নির্ধারিত টাকার বিনিময়ে ক্রয় করে ব্যবহার করতে হবে। আপনি ইচ্ছে করলে একটি ছোট্ট সফট দিয়ে ডেমো কিংবা ট্রায়াল সফটওয়্যার সারা জীবন ব্যবহার করতে পারবেন। সফটওয়্যারটির নাম টাইম স্টপার। টাইম স্টপার আপনাকে সাহায্য করবে ট্রায়াল সফটওয়্যার এর দিন গননা কে বন্ধ করতে যেটা সফটওয়্যার ইন্সটল এর দিন থেকে শুরু হয়েছিল।

এখন দেখুন সফটওয়্যার টি কিভাবে ব্যবহার করবেনঃ

১ম ধাপঃ সফট টি সেটাপ দিন । তারপর ওপেন করুন ।
২য় ধাপঃ ব্রাউজ করে দেখিয়ে দিন *.exe file যেই সফট এর সময় পেছাতে চান।
৩য় ধাপঃ নতুন একটা ডেট দিন যেটা হবে ট্রায়াল প্রিয়ড এর মধ্যে যেকোন দিন।
৪র্থঃ নতুন জীবন পাওয়া সফট এর আইকন এর নাম দেবার জন্য নাম লিখুন।
৫মঃ এখন থেকে নতুন তৈরী হওয়া আইকন দিয়ে ব্যবহার করতে থাকুন।
ডাউনলোড লিঙ্কঃ-
http://timestopper.net/download.htm
মিডিয়া ফায়ার লিংক>>




Thursday 23 August 2012

কম্পিউটারের গতি বাড়ান

কম্পিউটার ভার্চুয়াল মেমরির এক অংশ পেইজিং ফাইল হিসেবে ব্যবহার করে। পেইজিং ফাইল হচ্ছে হার্ড ডিস্ক এর একটা অংশ যা র‍্যাম হিসেবে ব্যবহার হয়। এখন আপনি যদি পেইজিং ফাইল এরিয়া বাড়িয়ে নেন তাহলে আপনার কম্পিউটারের Performances  ও বেড়ে যাবে। যদিও ডিপল্ট ভাবে আপনার C (রুট) ড্রাইবের একটা অংশ পেইজিং ফাইল হিসেবে ব্যবহার হয়।
এটি বাড়াতে Computer Properties / System Properties এ যান এবং Advance নির্বাচন করুন।



এখানের Performance থেকে Setting সিলেক্ট করুন। এবং পরে Advance এ ক্লিক করুন।


এখনের Virtual Memory থেকে Setting সিলেক্ট করুন। তাহলে নিচের মত অপশন আসবে।

 এবার নিজে ইচ্ছে মত বাড়িয়ে নিন আপনার Virtual Memory. আপনার C ড্রাইভে যদি যায়গা না থাকে তাহলে অন্য ড্রাইভ সিলেক্ট করুন।














Sunday 5 August 2012

Maintaining Your Laptop

Nowadays, many people are using laptops for their school work, business or leisure. However, laptops can lose their efficiency if not well-maintained. The following are some tips which will help enhance your laptop usage.

1. Watch out for dust
To ensure your laptop remains effective for a long time, you need to protect it from dust. An accumulation of dust in your laptop could block the ventilation areas and result in overheating. It is therefore very important to keep your laptop from being exposed to dust.

2. Keep it cool
Besides dust, it is also very important to protect your laptop from excessive heat. A laptop used in a cool, dry area will work more effectively and faster than if it was exposed to heat. To protect your laptop from overheating, avoid using it on your lap, bed or cushion since this will block the vents underneath which help in cooling. The best solution for this is to use a lap tray as a base for your laptop. Alternatively, you can invest in any of the laptop coolers which are sold in most computer stores.

3. Install a firewall and antivirus software
If you don’t use any antivirus, your laptop remains vulnerable to being infected by a virus. Make sure you use proper antivirus software to protect your laptop and keep it effective for longer. You should also install a firewall so as to restrict access to your laptop. A firewall will alert you anytime an external entity tries to access your laptop. You will then have the option of either blocking or allowing access. In addition, you need to be cautious about using external hard disks and flash disks with your laptop.

4. Eliminate unused programs
At times, you might have some programs in your laptop that you don’t really need. It is advisable to uninstall them so as to create more space in your hard drive. This will enable you to install other important applications and programs. Eliminating unused programs will also improve your laptop’s performance and make it easier to locate important files.

5. Defragment hard drives
When you have many programs in your laptop, it will take time to locate your important files. It is therefore very vital to defragment your drives frequently. Defragmenting will arrange your files in a way which makes them much easier to access.

6. Clean your registry
Once in a while, registry files might get corrupted thus resulting in a drastic and sudden change in your laptop’s performance. Make sure you run your registry cleaners frequently to find out if there are any corrupt files or errors.

7. Minimize programs to run during startup
Whenever you start your laptop, it will load all the system files, as well as the programs which have been selected to run during startup. The more programs you run, the longer it takes to startup. You should therefore minimize the number of programs that will run during the booting process.

8. Delete temporary internet files
Slow browsing speeds are often as a result of poor internet connection. However, in some cases, it might be due to too many temporary internet files saved in your laptop. You should therefore take time to delete such files from your laptop.

9. Empty the recycle bin
When files are deleted from your laptop, they end up in the recycle bin. This means that they are not actually deleted from the laptop; they have just been transferred to a different location. Thus, they still take up space in your hard drive. It is therefore important to empty your recycle bin as often as possible.

10. Power surge protection
Power surge protection is as important for laptops as it is for desktop computers. Replacing a laptop power supply is very costly compared to investing in a power surge protection device. Make sure you get one so as to protect the laptop itself, as well as your laptop power supply.

Thursday 2 August 2012

Microsoft Internet Explorer Shortcut Keys

The followings are short-cuts for Microsoft Internet Explorer. Some keys are version specific

Use at your own risk.
Mouse shortcuts

Shortcut Description
Double-click (On a word) Select the word.
Triple-click Select entire line.
Wheel click Activate the Smooth scrolling
Hold Ctrl + Scroll Wheel forward Increase font size
Hold Ctrl + Scroll Wheel backward Decrease font size
Click one point then hold Shift & click another Create a selection from the two points


Keyboard shortcuts

Shortcut Description
F1 Help.
F3 Toggle on/off search panel.
F4 Pull down address bar.
F5 Refresh current page.
F6 Move focus to address bar.
F11 Toggle on/off full-screen mode
Alt + (Left Arrow) Go back on history. Same pas Backspace
Alt + (Right Arrow) Go forward on history.
Ctrl + A Select All.
Ctrl + B Favorites.
Ctrl + C Copy Selected.
Ctrl + E Search panel.
Ctrl + F Find (on page).
Ctrl + H Toggle History panel.
Ctrl + I Toggle Favorites panel.
Ctrl + L Open File. Same as Ctrl + O
Ctrl + N Open New browser window.
Ctrl + P Print current page / frame.
Ctrl + R Refresh. Same as F5
Esc Stop (while page is loading).
Ctrl + Enter Auto complete a url address. For example, type thecomputricks in the address bar and press CTRL + ENTER to get http://www.thecomputricks.com.
Ctrl + D Add the current page to favorite.


Microsoft Office Shortcut Keys

Microsoft Word Shortcut Keys

The followings are shortcut keys and mouse shortcuts that can be used for Microsoft Word
Use at your own risk.
Mouse shortcuts

Shortcut Description
Double-click (on a word) Select the word.
Single-click (anywhere in a sentence) + Holding CTRL Select the entire sentence.
Triple-click (anywhere in a paragraph) Select the entire paragraph.
Click, hold, drag, then release Select text from the click position to release position.
Click first position, hold SHIFT key, then click 2nd position Select text from the 1st position to the 2nd position.
Hold ALT key, then click and drag Vertical select text.
Hold CTRL key, then scroll wheel Zoom in/out.


Keyboard shortcuts

Shortcut Description
Ctrl + A Select all (including text, graphics).
Ctrl + B Bold.
Ctrl + I Italic.
Ctrl + U Underline.
Ctrl + C Copy.
Ctrl + V Paste.
Ctrl + X Cut.
Ctrl + F Find.
Ctrl + Z Undo.
Ctrl + Y Redo.
Ctrl + P Open the print dialog.
Ctrl + K Insert link.
Ctrl + L Left align.
Ctrl + E Center align.
Ctrl + R Right align.
Ctrl + M Indent.
Ctrl + (left arrow) Moves one word to the left.
Ctrl + (right arrow) Moves one word to the right.
Ctrl + (up arrow) Moves cursor to the beginning of the paragraph.
Ctrl + (down arrow) Moves cursor to the end of the paragraph.
Ctrl + Shift + F Change font.
Ctrl + Shift + * View/hide non-printing characters.
Ctrl + Del Deletes word to the right of cursor.
Ctrl + Backspace Deletes word to the left of cursor.
Ctrl + End Moves cursor to the end of document.
Ctrl + Home Moves cursor to the beginning of document.
Ctrl + Spacebar Reset highlighted text to the default font.
Ctrl + 1 Single-space.
Ctrl + 2 Double-space.
Ctrl + 5 1.5-line.
Ctrl + Alt + 1 Format text: heading 1.
Ctrl + Alt + 2 Format text: heading 2.
Ctrl + Alt + 3 Format text: heading 3.
F1 Help.
F4 Repeat the last action
F5 Go to .
F7 Spelling and grammar.
F12 Save as.
F8 then (left arrow) Increase selection to the left by one character
F8 then (right arrow) Increase selection to the right by one character
Ctrl + F1 Task Pane.
Ctrl + F2 Print preview.
Alt + Ctrl + F2 New document.
Shift + F3 Cycle between capitalized formats
Ctrl + Insert Copy.
Shift + Insert Paste.
Shift + End Select from current position to the end of the line.
Shift + Home Select from current position to the beginning of the line.
Ctrl + Shift + (left arrow) Select from current position to the beginning of the word.
Ctrl + Shift + (right arrow) Select from current position to the end of the word.
Ctrl + Shift + (up arrow) Select from current position to the beginning of the document.
Ctrl + Shift + (down arrow) Select from current position to the end of the document.
Ctrl + Shift + Page Up Select from current position to the beginning of the window.
Ctrl + Shift + Page Down Select from current position to the end of the window.
Shift + Page Up One screen page up.
Shift + Page Down One screen page down.
Shift + F7 Thesaurus check selected text.
Shift + F12 Save.
Ctrl + Shift + F12 Print.
Alt + Shift + D Insert the current date.
Alt + Shift + T Insert the current time.


Microsoft Excel Shortcut Keys

The followings are Microsoft Excel shortcuts. Some short-cuts might be version specific.
Use at your own risk.
Mouse shortcuts

Shortcut Description
Double-click (on a cell) Edit the cell contents.
Double-click (on a row/column divider) Adjust height/width to auto-fit
High-light headers of multiple rows/columns then Double-click on a row/column divider Adjust height/width to auto-fit of all high-lighted rows/columns
Triple-click Select the entire contents in the cell
Click on row/column divider then drag Adjust height/width of the row/colunn
High-light headers of multiple rows/columns then Click on row/column divider then drag Adjust height/width of the rows/colunns
Ctrl + Mouse wheel Zooms in and out of document.
Hold Shift + Click the cells Select multiple cells


Keyboard shortcuts

Shortcut Description
F2 Edit the selected cell.
F5 Goto a specific cell. For example, C6.
F7 Spell check selected text and/or document.
F11 Create chart.
Ctrl + A Select all.
Ctrl + B Bold.
Ctrl + C Copy.
Ctrl + F Find (same as Shift + F5).
Ctrl + G Go To.
Ctrl + H Replace.
Ctrl + I Italic.
Ctrl + K Insert link.
Ctrl + N New Workbook.
Ctrl + O Open Workbook.
Ctrl + P Print dialog.
Ctrl + S Save.
Ctrl + U Underline.
Ctrl + V Paste.
Ctrl + Z Undo.
Ctrl + Y Redo.
Ctrl + X Cut.
Ctrl + 5 Strikethrough text.
Ctrl + F3 Define Name.
Ctrl + F4 Exit Excel.
Ctrl + F6 Switch between open workbooks.
Ctrl + F9 Minimize current window.
Ctrl + F10 Maximize current window.
Shift + F1 Activate Help on Item.
Shift + F2 Insert Comments
Shift + F3 Insert Function.
Ctrl + Shift + ; Enter the current time.
Ctrl + ; Enter the current date.
Ctrl + Page down Move to next worksheet.
Ctrl + Page up Move to previous worksheet.
Ctrl + Shift + # Number Format: Date
Ctrl + Shift + @ Number Format: Time.
Ctrl + Shift + ! Number Format: Commas.
Ctrl + Shift + $ Number Format: Currency
Ctrl + Shift + % Number Format: Percentage
Ctrl + Shift + ^ Number Format: Scientific.
Ctrl + Space Select entire column.
Shift + Space Select entire row.
Ctrl + (Arrow key) Move to next section.

Microsoft Outlook Shortcut Keys

The followings are shortcuts for Microsoft Outlook. Some keys are version specific.
Use at your own risk.
Shortcut Description
Ctrl + B Bold
Ctrl + C Copy.
Ctrl + F Forward a message.
Ctrl + I Italic highlighted selection
Ctrl + K Auto-Complete the name or message.
Ctrl + P Paste selected text.
Ctrl + R Reply to a message.
Alt + S Compose a new message
Ctrl + U Underline
Ctrl + X Cut selected text.
Ctrl + N Compose a new message.
Ctrl + Shift + A New appointment to your calendar.
Ctrl + Shirt + C New contact.
Ctrl + Shift + I Go to Inbox.
Ctrl + Shift + J New journal entry.
Ctrl + Shift + K New task.
Ctrl + Shift + O Go to Outbox.


Basic Shortcut Keys

The followings are some basic PC shortcut keys that are supported in most IBM compatible computers. They are also supported in most application software.

Use at your own risk.
Shortcut Keys Supported Window Versions Description
Alt + e 95, 98, ME, NT, 2000, XP, Vista Pull down the top Edit menu.
Alt + f 95, 98, ME, NT, 2000, XP, Vista Pull down the top File menu
Ctrl + a 95, 98, ME, NT, 2000, XP, Vista Select all text.
Ctrl + c 95, 98, ME, NT, 2000, XP, Vista Copy selected item(s) (to clipboard).
Ctrl + f 95, 98, ME, NT, 2000, XP, Vista Find.
Ctrl + v 95, 98, ME, NT, 2000, XP, Vista Paste copied item(s) from clipboard
Ctrl + x 95, 98, ME, NT, 2000, XP, Vista Cut.
Ctrl + Ins 95, 98, ME, NT, 2000, XP, Vista Same as Ctrl + c
Ctrl + (left arrow) 95, 98, ME, NT, 2000, XP, Vista Move one word to the left at a time.
Ctrl + (right arrow) 95, 98, ME, NT, 2000, XP, Vista Move one word to the right at a time.
Shift + Ins 95, 98, ME, NT, 2000, XP, Vista Same as Ctrl + v
Shift + Delelte (or Del) 95, 98, ME, NT, 2000, XP, Vista Cut. Or permanently delete selected item(s) on Windows Explorer.
F1 95, 98, ME, NT, 2000, XP, Vista Help.
Home 95, 98, ME, NT, 2000, XP, Vista Jump to the beginning of the line or page.
Ctrl + Home 95, 98, ME, NT, 2000, XP, Vista Jump to the beginning of the document or page.
End 95, 98, ME, NT, 2000, XP, Vista Jump to the end of the line or page.
Ctrl + End 95, 98, ME, NT, 2000, XP, Vista ump to the end of the document or page.
Shift + Home 95, 98, ME, NT, 2000, XP, Vista Set selection (highlight) from current position to beginning of the line or page.
Shift + End 95, 98, ME, NT, 2000, XP, Vista Set selection (highlight) from current position to end of the line or page.
Shift + (left arrow) 95, 98, ME, NT, 2000, XP, Vista Set selection (highlight) from current position to the left, one character at a time.
Shift + (right arrow) 95, 98, ME, NT, 2000, XP, Vista Set selection (highlight) from current position to the right, one character at a time.
Shift + (down arrow) 95, 98, ME, NT, 2000, XP, Vista Set selection (highlight) from current position to the next line down.
Shift + (up arrow) 95, 98, ME, NT, 2000, XP, Vista Set selection (highlight) from current position to the next line up.





















Microsoft Windows Shortcut Keys

This is a listing of some common shortcut keys in different versions Microsoft Windows.

Some shortcut keys below are not supported in all versions of Windows.
The shortcut keys on this page are only applicable for Windows in general, if you are looking for shortcut keys for a specific application (i.e. Excel, Word, etc..) please see the links at the bottom of this page.
Use at your own risk.
Shortcut Key Supported Window Versions Short Key Description
Alt + (double-click) 95, 98, ME, NT, 2000, XP, Vista Open Properties dialog of selected item.
Alt + Enter 95, 98, ME, NT, 2000, XP, Vista Opens properties window of selected item.
Alt + Esc 95, 98, ME, NT, 2000, XP, Vista Switch Between open tasks available on the taskbar.
Alt + F4 95, 98, ME, NT, 2000, XP, Vista Close the top (focused) window.
Alt + Tab 95, 98, ME, NT, 2000, XP, Vista Switch between open windows.
Alt + Tab + Shift 95, 98, ME, NT, 2000, XP, Vista Switch between open windows, backward.
Ctrl + Alt + Delete (or Del) 95, 98, ME, NT, 2000, XP, Vista Bring up the Windows Task Manager, or reboot computer.
Ctrl + Esc 95, 98, ME, NT, 2000, XP, Vista Bring up the Windows Start menu.
Ctrl + '+' ('+' key on the keypad) 98, ME, NT, 2000, XP, Vista Autofit the widths of all columns (if available) in current window.
Ctrl + F4 95, 98, ME, NT, 2000, XP, Vista Close sub window/tab.
Ctrl + Tab 95, 98, ME, NT, 2000, XP, Vista Switch between existing tabs (within a window).
Ctrl + Tab + Shift 95, 98, ME, NT, 2000, XP, Vista Switch between existing tabs (within a window), backward
F1 95, 98, ME, NT, 2000, XP, Vista Open Help for Windows or focused application.
F2 95, 98, ME, NT, 2000, XP, Vista Rename.
F3 95, 98, ME, NT, 2000, XP, Vista Find/Search.
F4 95, 98, ME, NT, 2000, XP, Vista Select drives or display the list of drives
F5 95, 98, ME, NT, 2000, XP, Vista Refresh.
F6 95, 98, ME, NT, 2000, XP, Vista Switch focus to the address bar (if exists).
F10 95, 98, ME, NT, 2000, XP, Vista Switch focus to the top menu bar.
Shift + F10 95, 98, ME, NT, 2000, XP, Vista Same as mouse right-click on the select item.
Print Screen 95, 98, ME, NT, 2000, XP, Vista Capture a screenshot of the entire desktop to clipboard.
Print Screen + Alt 95, 98, ME, NT, 2000, XP, Vista Capture a screenshot of just the top(focused) window to clipboard.
Shift + Delete (or Del) 95, 98, ME, NT, 2000, XP, Vista Permanently delete selected file(s)/folder(s) (bypass recycle bin)
Shift (hold while inserting an audio CD to drive) 95, 98, ME, NT, 2000, XP, Vista Prevent autoplay.
* (keypad) on Windows Explorer. 95, 98, ME, NT, 2000, XP, Vista Expand all sub-directories from the selected item.
+ (keypad) on Windows Explorer. 95, 98, ME, NT, 2000, XP, Vista Expand only the first level of selected item.
- (keypad) on Windows Explorer. 95, 98, ME, NT, 2000, XP, Vista Collapse
Most keyboards have a Windows Key (key with a Windows icon). This key provides additional shortcuts for Microsoft Windows. Below is a list of the shortcut keys by combining the Windows key and other keys.
Shortcut Keys Description
WINDOWS-KEY Bring up the Windows Start menu.
WINDOWS-KEY + F1 Bring up the Windows Help.
WINDOWS-KEY + e Open Microsoft Explorer.
WINDOWS-KEY + f Windows Search.
WINDOWS-KEY + Ctrl + f Search for computers
WINDOWS-KEY + d Minimizes all and bring up desktop, or restore all
WINDOWS-KEY + l Lock the computer (Windows XP & newer).
WINDOWS-KEY + m Minimizes all windows.
WINDOWS-KEY + Shift + M Restore all. Opposite with WINDOWS-KEY + M and WINDOWS-KEY + D.
WINDOWS-KEY + r Open the run window.
WINDOWS-KEY + u Utility Manager.
WINDOWS-KEY + Tab Cycle through the programs on task bar.
WINDOWS-KEY + Pause/Break Open the System Properties window.




Mozilla Firefox Shortcut Keys

The followings are short-cuts for Mozilla FirefoxSome keys are version specific

Use at your own risk.
Mouse shortcuts

Shortcut Description
Double-click (On a word) Select the word.
Triple-click Select entire line.
Wheel click Activate the Smooth scrolling
Hold Ctrl + Scroll Wheel forward Increase font size
Hold Ctrl + Scroll Wheel backward Decrease font size
Click one point then hold Shift & click another Create a selection from the two points


Keyboard shortcuts

Shortcut Description
F1 New Tab.
F5 Refresh.
F6 Move focus to address bar.
F11 Toggle on/off full-screen mode
Alt + (Left Arrow) Go back on history. Same pas Backspace
Alt + (Right Arrow) Go forward on history.
Ctrl + A Select All.
Ctrl + B Favorites.
Ctrl + C Copy Selected.
Ctrl + D Add the current page to favorite.
Ctrl + E Search panel.
Ctrl + F Find (on page).
Ctrl + H Toggle History panel.
Ctrl + I Toggle Favorites panel.
Ctrl + J Download.
Ctrl + N Open New browser window.
Ctrl + P Print current page / frame.
Ctrl + R Refresh. Same as F5
Ctrl + T New Tab
Esc Stop (while page is loading).
Ctrl + Enter Auto complete a url address. For example, type thecomputricks in the address bar and press CTRL + ENTER to get http://www.thecomputricks.com.
Shift + Enter Complete a .net instead of a .com address.
Ctrl + Shift + Enter Complete a .org address.
Ctrl + Tab Cycle through open tabs.




Friday 27 July 2012

Browser Tricks

Browser Shaking

This is a fun little trick that can create a shaking screen on your web browser (i.e. Internet Explorer, etc..)
The trick is simply a small Java Script that causes your browser window to move to different positions, causing a shake of your entire screen. It's kind of cool to watch and see what Java Script can do! Try it out..
Use this trick at your own risk.
Here's how:
Copy this entire line and paste it onto your address box, then press Enter:


javascript:function Shw(n) {if (self.moveBy) {for (i = 35; i > 0; i--) {for (j = n; j > 0; j--) {self.moveBy(1,i);self.moveBy(i,0);self.moveBy(0,-i);self.moveBy(-i,0); } } }} Shw(6)




Convert Any Document or Web Page to PDF

Somebody just told you that you need to have Adobe Acrobat (Writer) to create a PDF file? Guess what, you can get away from that pricey piece of software if you just need to convert some documents to pdf, without a need of fancy editing the pdf document.
Here's how. Thanks to the BullZip, who provides a Free Pdf printer. With this free tool, you can simply "print out" your document or webpage to a pdf file, just about the same way as you print it out to a printer.

You can visit BullZip.com for more information about the software.
Here the direct link to BullZip downloads page: Downloads
  1. To get started, first follow the link above and download Free Pdf Printer from BullZip, then install it to your computer.
  2. Once you're done, you might need to close the program (or the web browser) which you're currently viewing the document. This helps refreshing the list of available printers on your computer.
  3. Once you get back to the document you want to convert, perform the same steps are you print out the document, i.e. File > Print ...
  4. When you see the Print window pop-up, select "Bullzip PDF Printer" under "Printers", then click "OK".
  5. BullZip PDF Printer will then start to analyze your document and display a new pop-up window, where you can direct it to the location you want to save the pdf file.
  6. Follow the pop-up windows and.. hola! The PDF document is created!