Pages

Wednesday 16 January 2013

How to disable Java in your browsers



Everyone should heed the Klaxon calls to turn off Java, but it isn't as simple as you might think. This step-by-step guide will help




The latest spate of Java insanity has prompted calls from all quarters to get rid of the beast. Galen Gruman, in "How to kill Java dead, dead, dead," takes the entire computer industry to task for perpetuating Oracle's malware breeding ground. Almost a year ago, I made the case for disabling Java in your browser. Now the Department of Homeland Security's CERT team has jumped into the fray and recommends that consumers disable Java on their computers.
 
Several people have written to ask me how to disable Java on their Windows computers. As it turns out, it isn't quite as simple as you might think. Here's what I recommend:

Step 1: Find out which version of Java you're running. The easy way to do this is through the Java Control Panel -- if you can find it. Start by bringing up the Windows Control Panel (in Windows XP and Windows 7, choose Start, Control Panel; in Windows 8, right-click in the lower-left corner of the screen and choose Control Panel). If you see a Java icon, click on it. If you don't see a Java icon (or link), in the upper-right corner, type Java. If you then see a Java icon, click on it.
Unfortunately, there's a bug in at least one of the recent Java installers that keeps the Java icon from being displayed inside Windows Control Panel. If you can't find the Java icon, go to C:\Program Files (x86)\Java\jre7\bin or C:\Program Files\Java\jre7\bin and double-click on the file called javacpl.exe. One way or another, you should now see the Java Control Panel.

Step 2: Make sure you have Java Version 7 Update 11. In the Java Control Panel, under About, click the About button. The About Java dialog shows you the version number; if you've patched Java in the past few months, it's likely Version 7 Update 9, 10, or 11. (Don't be surprised if Java says that it's set to update automatically, but doesn't. I've seen that on several of my machines.) If you don't have Java 7 Update 11, go to Java's download site, and install the latest update. You have to restart your browser for the new Java version to kick in. Personally, I also reboot Windows.
Warning: Oracle, bless its pointed little pointy thingies, frequently tries to install additional garbage on your machine when you use its update site. Watch what you click.

Step 3: Decide if you want to turn off Java in all of your browsers. That's certainly the safest choice, but some people have to use Java in their browsers from time to time. Personally, I don't disable Java in all of my browsers (more about that in a moment).

Step 4: To turn off the Java Runtime in all of your browsers, from inside the Java Control Panel, click or tap on the Security tab, then deselect the box marked Enable Java Content in the Browser. Click or tap OK, and restart your browsers (or better yet, reboot). From that point on, the Java Runtime should be disabled in all of your browsers, all of the time. To bring Java back, repeat the steps and select the box marked Enable Java Content in the Browser (the setting should, in fact, say "Enable Java Content in All of Your Browsers").

Step 5: If you don't want to turn off Java in all of your browsers, choose the one browser you wish to leave Java-enabled. For me, that's an easy choice: By default, recent versions of Chrome prompt before running Java on a specific page, so I turn off Java in all of my browsers except Chrome. That way I can use any of my browsers for general Internet work without fear of getting Javanicked. If I absolutely have to go to a website that requires Java, I'll fire up Chrome specifically for that purpose.

Step 6: If you haven't turned off Java in all of your browsers, turn off Java in each of your selected Java-free browsers. In Internet Explorer 9 or 10, click on the gear icon in the upper-right corner and choose Manage Add-Ons. Scroll down to the bottom, under Oracle America, Inc., select each of the entries in turn; they'll probably say "Java(tm) Plug-In SSV Helper" or some such. In the lower-right corner click the button marked Disable. Restart IE. At the bottom of the screen, you'll see a notice that says, "The 'Java(tm) Plug-In SSV Helper' add-on from 'Oracle America, Inc.' is ready to use." Click Don't Enable. If you get a second notice about a Java add-on, click Don't Enable on it, too. That should permanently disable Java Runtime in IE.
In any recent version of Firefox, click the Firefox tab in the upper-left corner and choose Add-Ons. You should see an add-on for Java(TM) Platform SE 7 U11. Click once on the entry, and click Disable. Restart Firefox.
In Chrome, type chrome://plugins in the address bar and push Enter. You should see an entry that says something like "Java (2 files) - Version: 10.7.2.11" Click on that entry and click the link that says Disable. Restart Chrome.

Step 7: Test. Make sure the browsers are/aren't running Java, according to your wishes, by running each of them up against the Java test site. If you go to that site using Google Chrome, there better be a big yellow band at the top of your screen asking permission to run Java just this once.
Selectively disabling Java in your browsers isn't particularly easy, but it's a worthwhile step that everyone -- absolutely everyone -- should undertake. Right now.

Saturday 22 December 2012

Windows Key Usefulness

Exclusive Windows Button Shortcut Tips:

| Last 2 is for windows 7 & 8 user |

1. Windows logo key +E => Open Computer.

2. Windows logo key + M => Minimize all windows.

3. Windows logo key +R => Open the Run dialog box.

4. Windows logo key +Tab => Cycle through programs on the taskbar by using Aero Flip 3-D.

5. Ctrl + Windowsws logo key +Tab => Use the arrow keys to cycle through programs on the taskbar by using Aero Flip 3-D.

 Photo: *Exclusive Windows Button Shortcut Tips*

| Last 2 is for windows 7 user |

1. Windows logo key  +E    => Open Computer.

2. Windows logo key + M   => Minimize all windows.

3. Windows logo key  +R    => Open the Run dialog box.

4. Windows logo key  +Tab => Cycle through programs on the taskbar by using Aero Flip 3-D.

5. Ctrl + Windowsws logo key  +Tab => Use the arrow keys to cycle through programs on the taskbar by using Aero Flip 3-D.

Functional Key Details

Function Key Details


কম্পিউটার কি বোর্ড এর একদম উপরের দিকে তাকালে ১ ডজন বাটন দেখা যাবে । F1, F2, F3, F4….. । এগুলো ফাংশন কি নামে পরিচিত । এসব বাটনের প্রত্যেকটির রয়েছে বিশেষ বিশেষ গুরুত্ব । আমাদের এগুলো জানা দরকার । নিচে এগুলোর বর্ণনা দেয়া হল -...
 

Photo: >>>>      Function Key  Details <<<<

কম্পিউটার কি বোর্ড এর একদম উপরের দিকে তাকালে ১ ডজন বাটন দেখা যাবে । F1, F2, F3, F4….. । এগুলো ফাংশন কি নামে পরিচিত । এসব বাটনের প্রত্যেকটির রয়েছে বিশেষ বিশেষ গুরুত্ব । আমাদের এগুলো জানা দরকার । নিচে এগুলোর বর্ণনা দেয়া হল -...
১। F1 : সাহায্যকারী কি হিসেবেই ব্যবহৃত হয় । যখন F1 কি চাপা হয় তখন প্রত্যেক প্রোগ্রামেরই হেল্প পেইজ চলে আসে ।
২। F2 : সাধারণত কোনো ফাইল বা ফোল্ডার Rename করার জন্য ব্যবহার হয় । “Alt + Ctrl + F2″ চাপ দিলে ডকুমেন্ট মাইক্রোসফট ওয়ার্ডে ওপেন হয় ।
৩। F3 : এটি চাপলে মাইক্রোসফট উইন্ডোজসহ অনেক প্রোগ্রামের সার্চ অপশন চালু হয়। উইন্ডোজ কমান্ডে এটি চাপ দিলে পূর্বের কমান্ডটির পুনরাবৃত্তি ঘটে ।
৪। F4 : এটি চাপলে মাইক্রোসফট ওয়ার্ডের last action performed Repeat করা যায় । Alt+F4 চেপে সক্রিয় সব প্রোগ্রাম বন্ধ করা হয়। এছাড়া Alt+F4 চেপে পিসি বন্ধ করার অপশন আনা যায় ।
৫। F5 : আপনার পিসি একবার রিফ্রেশ করে F5 কি চেপে রাখলে পিসি বারবার রিফ্রেশ হতে থাকবে । পাওয়ার পয়েন্টের স্লাইড শো আরম্ভ করা হয়।
৬। F6 : এটি চেপে মাউসের কার্সরকে ইন্টারনেট ব্রাউজারের (এক্সপ্লোরার / মজিলা) অ্যাড্রেসবারে নিয়ে যাওয়া হয়। Ctrl+Shift+F6 চেপে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে খোলা অন্য ডকুমেন্টটি সক্রিয় করা হয়।
৭। F7 : এটি চেপে মাইক্রোসফট ওয়ার্ডে লেখা বানান ও গ্রামার ঠিক করা হয় । মজিলা ফায়ারফক্সের Caret browsing চালু করা হয়।
৮। F8 : কি টি অপারেটিং সিস্টেম চালু হওয়ার সময় কাজে লাগে। সাধারণত উইন্ডোজ Safe Mode-এ চালু করার জন্য এই কি টি চাপতে হয়।
৯। F9 : কি টি চেপে Quark 5.0 এর মেজারমেন্ট টুলবার ওপেন করা হয়।
১০। F10 : কি টি চেপে ইন্টারনেট ব্রাউজার বা কোনো খোলা উইন্ডোর মেনুবার নির্বাচন করা হয়। এটি চেপে CMOS Setup এ প্রবেশ করা যায় ।
১১। F11 : কি টি চেপে ইন্টারনেট ব্রাউজারের ফুল-স্ক্রিন মোড অন-অফ করা হয়। Ctrl + F11 দিলে Dell কম্পিউটারের “hidden recovery partition” চালু হয় ।
১২। F12 : কি টি চেপে মাইক্রোসফট ওয়ার্ডের Save as উইন্ডো ওপেন করা হয়। “Ctrl + Shift + F12″ চাপলে মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্ট প্রিন্ট হয় ।

*************************************


১। F1 : সাহায্যকারী কি হিসেবেই ব্যবহৃত হয় । যখন F1 কি চাপা হয় তখন প্রত্যেক প্রোগ্রামেরই হেল্প পেইজ চলে আসে ।
 

২। F2 : সাধারণত কোনো ফাইল বা ফোল্ডার Rename করার জন্য ব্যবহার হয় । “Alt + Ctrl + F2″ চাপ দিলে ডকুমেন্ট মাইক্রোসফট ওয়ার্ডে ওপেন হয় ।
 

৩। F3 : এটি চাপলে মাইক্রোসফট উইন্ডোজসহ অনেক প্রোগ্রামের সার্চ অপশন চালু হয়। উইন্ডোজ কমান্ডে এটি চাপ দিলে পূর্বের কমান্ডটির পুনরাবৃত্তি ঘটে ।
 

৪। F4 : এটি চাপলে মাইক্রোসফট ওয়ার্ডের last action performed Repeat করা যায় । Alt+F4 চেপে সক্রিয় সব প্রোগ্রাম বন্ধ করা হয়। এছাড়া Alt+F4 চেপে পিসি বন্ধ করার অপশন আনা যায় ।
 

৫। F5 : আপনার পিসি একবার রিফ্রেশ করে F5 কি চেপে রাখলে পিসি বারবার রিফ্রেশ হতে থাকবে । পাওয়ার পয়েন্টের স্লাইড শো আরম্ভ করা হয়।
 

৬। F6 : এটি চেপে মাউসের কার্সরকে ইন্টারনেট ব্রাউজারের (এক্সপ্লোরার / মজিলা) অ্যাড্রেসবারে নিয়ে যাওয়া হয়। Ctrl+Shift+F6 চেপে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে খোলা অন্য ডকুমেন্টটি সক্রিয় করা হয়।
 

৭। F7 : এটি চেপে মাইক্রোসফট ওয়ার্ডে লেখা বানান ও গ্রামার ঠিক করা হয় । মজিলা ফায়ারফক্সের Caret browsing চালু করা হয়।
 

৮। F8 : কি টি অপারেটিং সিস্টেম চালু হওয়ার সময় কাজে লাগে। সাধারণত উইন্ডোজ Safe Mode-এ চালু করার জন্য এই কি টি চাপতে হয়।
 

৯। F9 : কি টি চেপে Quark 5.0 এর মেজারমেন্ট টুলবার ওপেন করা হয়।
 

১০। F10 : কি টি চেপে ইন্টারনেট ব্রাউজার বা কোনো খোলা উইন্ডোর মেনুবার নির্বাচন করা হয়। এটি চেপে CMOS Setup এ প্রবেশ করা যায় ।
 

১১। F11 : কি টি চেপে ইন্টারনেট ব্রাউজারের ফুল-স্ক্রিন মোড অন-অফ করা হয়। Ctrl + F11 দিলে Dell কম্পিউটারের “hidden recovery partition” চালু হয় ।
 

১২। F12 : কি টি চেপে মাইক্রোসফট ওয়ার্ডের Save as উইন্ডো ওপেন করা হয়। “Ctrl + Shift + F12″ চাপলে মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্ট প্রিন্ট হয় ।

Get Your PC Speed Like First Time

↓নতুন কম্পিউটারের মত স্পিড ↓

→ প্রথমে কম্পিউটারের ডেস্কটপে মাই কম্পিউটারে মাউসের ডান পাশে ক্লিক করে Manage ক্লিক করুন।
→ মাঝ খানে System Tools ক্লিক করুন। তারপর বক্সে Event Viewer a ক্লিক করুন।
→ নতুন একটি বক্স আসবে এই বক্সের নিচে Application নামে একটা লগ আসবে তাতে ক্লিক করুন। এবং ▬এই বক্সের ডান পাশে Clear Log এ ক্লিক করে Clear করুন, তাহলে এটা মুছে যাবে।
→ এই ভাবে ↓
Security-এসে clear log
Setup-এসে clear log
System -এসে clear log

প্রতিদিন ১ বার করেন।

Screen Recorder

আপনার কম্পিউটারের স্ক্রিনের ভিডিও এবং অডিও সহ রেকর্ড করুন↓

My Screen Recorder দিয়ে!!
আপনি আপনার স্ক্রিন এর ভিডিও রেকর্ড করতে পারবেন শুধু তাই না আপনি মাইক্রোফোন দিয়ে কথা বলে আপনার কথা সহ ভিডিও রেকর্ড করতে পারবেন মানে অডিও + ভিডিও একসাথে
রতে পারবেন!!
►Download Link:↓
http://www.mediafire.com/download.php?pd122kclftqsaja

→ সাহ্যকারী ভিডিও দেখে নেন।
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=WNDN21-WPOQ

[ডাওনলোড লিঙ্ক দেয়ার আগে কিভাবে ফুল ভারসন করবেন তার সহজ উপায় বলে দেই ! ডাওনলোড করার পর .rar Format এ পাবেন সফট!! WinRar দিয়া এক্সট্রাক্ট করলে ভিতরে ২ টা ফোল্ডার পাবেন সেটাপ এবং ক্রেক ফোল্ডার !! ইন্সটলের পর ক্রেক ফাইলটা কপি করে C<program files<Deskshare<my screen recorder<এখানে পেস্ট করেন !! বাস হয়ে গেল ফুল ভারসন !!]

Keep Your PC Free From Virus

কম্পিউটার ভাইরাস মুক্ত রাখার কিছু উপায়:

নিচের দেওয়া টিপস্ গুলো ফলো করার চেষ্টা করবেন বন্ধুরা তা না হলে একদিন আপনার অতি-প্রয়োজনীয় ফাইল, প্রিয় ছবিগুলো, গান গুলো অবস্থা নিচের ছবিটির মতো হবেঃ-

১. কম্পিউটারে একটি ভালো মানের এন্টিভাইরাস ইন্সটল করে রাখুন এবং ইন্টারনেট থেকে আপডেট করুন এবং স্ক্যন করুন।
 

২. পেন ড্রাইভ, মোবাইল এবং ডিজিটাল ক্যামেরার মেমরি কার্ড কম্পিউটারে ভাইরাস আসার একটি ভালো মাধ্যম। তাই পেন ড্রাইভ ব্যবহারের পূর্বে অবশ্যই এন্টিভাইরাস দিয়ে স্কান করুন।
 

৩. কখনো পেন ড্রাইভ ডাবল ক্লিক করে ওপেন করবেন না। My Computer-এ গিয়ে অ্যাড্রেস বার (Address Bar) থেকে খুলবেন
 

৪. পেন ড্রাইভ-এ কি কি ফাইল রাখছেন- মনে রাখার চেষ্টা করুন। আপনার রাখা ফাইল ছাড়া অন্য ফাইল থাকলে সেটি ভাইরাস হবার সম্ভাবনা থাকে, সেকারনে অন্য ফাইলগুলি সবসময় মুছে ফেলুন।
 

৫. কম্পিউটার ভাইরাস মুক্ত রাখতে ভাইরাস সম্পর্কে আরও জানুন এবং ভাইরাসকে চেনার চেষ্টা করুন্।
 

৬. আপনার কম্পিউটারে ইন্টানেট কানেকশন না থাকলে প্রতি সপ্তাহে একবার এন্টিভাইরাস আপডেট ক্রয় করে আপনার কম্পিউটারে ইন্সটল করুন।
 

৭. কম্পিউটারের যে ফাইলটি আপনি চেনেন না কিংবা ফাইলটি কি তা যদি না বুঝতে পারেন, তাহলে কখনো ফাইলটিতে ক্লিক করবেন না।
 

৮. অপরিচিত কারো ইমেইল খুলবেন না। বর্তমানে সবচেয়ে শক্তিশালী ভাইরাসগুলি ইমেইলের মাধ্যমে কম্পিউটারে ছড়িয়ে পড়ছে।
 

৯. ইন্টারনেট থেকে কোন প্রোগ্রাম/ফাইল/ভিডিও ডাউনলোড করলে, আগে নিশ্চিত হন যে ভাইরাস নয়। তারপর ইন্সটল করুন।
 

১০. কম্পিউটারে ব্যবহৃত সকল প্রোগ্রাম/ফাইল/ভিডিও এর এক্সটেনশন (.doc, .docx, .mp3, .amr, .avi, .mp4, .3gp etc.) সম্পর্কে ভালো ধারণা রাখুন। অপরিচিত কোন এক্সটেনশন এ ক্লিক করবেনা।

Off unexpectable restart PC

পিসি অকারণে রিস্টার্ট হওয়া বন্ধ করুন :

নানা কারণে পিসি পুনরায় চালু (রিস্টার্ট) হতে পারে। এর মধ্যে যেসব কারণ রয়েছে, সেগুলো ঠিক করার মাধ্যমে এ সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

অপারেটিং সিস্টেমের জটিলতা: অনেক সময় অপারেটিং সিস্টেমে জটিলতা দেখা দিলে বা অপারেটিং সিস্টেম ক্র্যাশ করলে পিসি রিস্টার্ট হয়। উইন্ডোজের ডিফল্ট সিস্টেমে অপারেটিং সিস্টেমে কোনো সমস্যা হলে পিসি রিস্টার্ট নেয়। ডিফল্ট সিস্টেম বন্ধ করতে মাই কম্পিউটারে ডান ক্লিক করে properties থেকে Advanced tab/Startup and Recovery/Settings অপশনে যান। এখন System Failure অপশনের অন্তর্গত Automatically Restart অপশন থেকে টিক চিহ্ন উঠিয়ে OK করুন।
 

ভাইরাসের আক্রমণ : বিভিন্ন ধরনের ভাইরাসের কারণেও পিসি রিস্টার্ট নিতে পারে। এ জন্য পিসিতে সব সময় হালনাগাদ (আপডেট) অ্যান্টিভাইরাস ব্যবহার করুন। নিয়মিত রুটিন করে পিসি স্ক্যান করুন।
 

হার্ডওয়্যারের সমস্যা : নতুন কোনো হার্ডওয়্যার সংযুক্ত করলে এবং সেটি পিসির সঙ্গে অসামঞ্জস্য হলে এ সমস্যা দেখা দিতে পারে। পুরোনো হার্ডওয়্যারের সংযোগে ত্রুটি দেখা দিলে পিসি অহেতুক রিস্টার্ট নিতে পারে। এ জন্য হার্ডওয়্যারের সংযোগস্থল চেক করে দেখুন, ঠিক আছে কি না।
 

নতুন প্রোগ্রাম ইনস্টলের কারণে : অনেক সময় কিছু সফটওয়্যার, গেমস ইনস্টল করার কারণে পিসি রিস্টার্ট নেয়। আপনার পিসির কনফিগারেশনের সঙ্গে যদি কাঙ্ক্ষিত সফটওয়্যার, গেমস সামঞ্জস্যপূর্ণ না হয়, তাহলে এ সমস্যা দেখা দিতে পারে। তাই বুঝেশুনে প্রোগ্রাম ইনস্টল করুন।
 

হার্ডডিস্কের ত্রুটি : হার্ডডিস্কে ত্রুটিপূর্ণ সমস্যা দেখা দিলে পিসি রিস্টার্ট নিতে পারে। ত্রুটির কারণে হার্ডডিস্ক ডেটা রিড করতে পারে না। এর ফলে পিসি হ্যাং অথবা রিস্টার্ট হতে পারে। এ জন্য হার্ডডিস্ক স্ক্যান করে ত্রুটিপূর্ণ স্থান (ব্যাড সেক্টর) চিহ্নিত করতে পারেন।